যে ব্যক্তি জেনে বুঝে জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে সঙ্গে চলে তখন সে ইসলাম থেকে বের যায়
রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে, তাকে সাপোর্ট করে অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেলো।
-(মিশকাত: ৪৯০৮)