ফরজ নামাজ শেষে মাসনুন দোয়া
দোয়াও একটি স্বতন্ত্র ইবাদত। দোয়া ইবাদতের মূল। দোয়া ছাড়া ইবাদত অস্পূর্ণ থাকে। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন। নামাজ শেষে নবীজি নিজেও কিছু দোয়া পড়তেন, সাহাবাদেরও কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। এমনি কিছু দোয়া যেগুলো ফরজ নামাজের পর পড়তে পারেন।
সালাত শেষে পাঠের দোয়া
اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ উচ্চারণ: আল্লাহুম্মা আংতাস্ সালামু ওয়া মিন্কাস্ সালাম, তাবারক্তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তিদাতা এবং আপনার থেকেই কেবল শান্তি কামনা করি। হে আল্লাহ্! আপনি বরকতময়, মহিমাময় ও সম্মানিত।
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর পড়ার দোয়াসমূহ
১. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তিনবার ইস্তেগফার করতেন, তারপর এই দোয়া ১ বার পাঠ করতেন।
اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ (মুসনাদে আহমাদ ২২৩৬৫/ মুসলিম হাদীস নং-৫৯১) (মুসনাদে আহমাদ ২২৪১৯/ মুসলিম ১৩৬৩)
২. تسبيح فاطمى (তাসবিহে ফাতেমি) অর্থাৎ ৩৩ বার, سُبْحَانَ اللهْ (সুবহানাল্লাহ) ৩৩ বার اَلْحَمْدُ لِلَّهْ (আলহামদুলিল্লাহ) ৩৪ বার اَللهُ اَكْبَرْ (আল্লাহু আকবর) (মুসলিম হাদিস ৫৯৫)
৩. ১ বার اية الكرسى (আয়াতুল কুরসি)
রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোন কিছু তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। (সুনানে কুবরা নাসাঈ ৯৯২৮/ ইবনুস্ সুন্নী ১২৩)
৪. ১ বার পাঠ করবে لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ. لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ . অর্থ: আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। তিনি এক তাঁর কোন শরীক নেই। সর্বময় রাজত্ব একমাত্র তাঁর। তারই জন্য সকল প্রশংসা তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, হে আল্লাহ! আপনি যা দিতে চান তা কেহ রোধ করতে পারে না, আর আপনি যা রোধ করতে চান তা কেহ দিতে পারবে না এবং কোন সম্পদশালীকে তার সম্পদ আপনার থেকে রক্ষা করতে পারে না। (বুখারি হাদিস ৮০৪)
৩. মুনাজাত اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ উচ্চারণ: আল্লাহুম্মা আঈন্নী ‘আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ‘ইবাদাতিকা অর্থ: আয় আল্লাহ্, আমাকে সাহায্য করুন, যেন আমি আপনার জিকির করি, আপনার শোকর করি, এবং উত্তম রুপে আপনার এবাদত করি।
৪. মুনাজাত اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ উচ্চারণ: আল্লা-হুম্মা আন্তাস সালা-মু ওয়া মিন্কাস্ সালা-মু, তাবা-রক্তা ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম । অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তিদাতা এবং আপনার থেকেই কেবল শান্তি কামনা করি। হে আল্লাহ্! আপনি বরকতময়, মহিমাময় ও সম্মানিত।
৫. মুনাজাত اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رِزْقًا طَيَّبًا , وَ عِلْمًا نَافِعًا , وَ عَمَلاً مُتَقَبَّلاً উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিযক্বান ত্বইয়িবান, ওয়া ইলমান নাফি’আ, ওয়া য়ামালাম-মুতাক্বাব্বালা। অর্থ: আয় আল্লাহ! আমি আপনার নিকট পবিত্র রুজি, উপকারী এলেম ও কবুল আমলের তৌফিক চাই।
৬. মুনাজাত اَللّـهُـمَّ حَـاسِـبْـنِـىْ حِـسَـابًا يَّـسِـيْـرًا উচ্চারণ: আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। অর্থ: হে আল্লাহ! আমার হিসাবকে সহজ করে দিও।